দর্শনীয় স্থান
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার অন্তর্গত তিনটি ইউনিয়নের মধ্যে সিন্দুকছড়ি একটি অন্যতম ইউনিয়ন। এখানে বিশেষ ত্রিপুরা, মারমা, চাকমা ও বাঙ্গালি জাতি বাস করে। অত্র সিন্দুকছড়ি ইউনিয়নে ত্রিপুরাদের আবাসস্থল মহালছড়ি সীমানায় “তায়াঙখ হাপং” নামে একটি দর্শনীয় স্থান আছে। এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শানার্থীরা বেড়াতে আছে।
কিভাবে যাওয়া যায়ঃ
সিন্দুকছড়ি ইউনিয়নের উক্ত দর্শনীয় স্থানে যেতে গুইমারা সদর উপজেলা হতে সড়ক পথে জালিয়াপাড়া হয়ে সিন্দুকছড়ি ইউনিয়নে যেতে হয়। এবং ২য় পথ মহালছড়ি সদর হতে পুর্বের দিকে ৮:০০ কি:মি: দুরুত্ব অতিক্রম করতে হয়।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস