Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজের সিন্দুকছড়ি

এক নজরে সিন্দুকছড়ি ইউনিয়ন

 

(ক) ইউনিয়নের নাম            :           ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ

(খ) দায়িত্বরত চেয়ারম্যান      :           রেদাক মারমা

(গ) ইউনিয়নের সীমানা         :      

উত্তরে- হাফছড়ি ইউপি (রামগড়)

দক্ষিণে- দুল্যাতলি ইউপি (লক্ষীছড়ি)

পূর্বে- মহালছড়ি ইউপি (মহালছড়ি)

পশ্চিমে- মানিকছড়ি ইউপি ও হাপছড়ি ইউপি (রামগড়)।

 

(ঘ) ইউনিয়নের অবস্থান        : গুইমারা উপজেলা থেকে ১১ কিঃমিঃ দূরত্বে অবস্থান।

(ঙ) যোগাযোগ                   :  চেয়াম্যান, ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়, গ্রাম- বাজার পাড়া, গুইমারা, খাগড়াছড়ি।

(চ) আয়তন                      :  ৬০ বর্গ কিলোমিটার।

(ছ) মৌজা                        :  ১। ২২৬নং সিন্দুকছড়ি মৌজা, সুইনুপ্রু চৌধূরী।

                                        ২। ২১৫নং ডেবলছড়ি মৌজা, কংঞো চৌধূরী।

               ৩। ২১৬নং গোয়াইছড়ি মৌজা, হলাউপ্রু চৌধূরী।

                ৪। ২২৩নং তিন্দুকছড়ি মৌজা, মংসুইপ্রু চৌধূরী।

(জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম: সিএনজি/বাস/অটোরিক্সা/মোটর সাইকেল।

(ঝ) পাড়ার সংখ্যা               : ৪9টি।