Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

জুলাই/২০২০ইং মাসের মাসিক  সভার কার্যবিবরণী

সকাল:-  ১০.০০ টা।

তারিখ:-  ০৫/০৮/২০২০ইং।

দিন   :-  বৃহস্পতিবার।

সভাপতি:- বাবু, রেদাক মারমা

               চেয়ারম্যান

সভার স্থান:-  ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ সভা।

গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

 

অদ্য ০৫/০৮/২০২০ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকার সময় অত্র ইউপি কার্যালয়ে মাননীয় চেয়ারম্যান বাবু, রেদাক মারমার সভাপতিত্বে নিমেণাক্ত আলোচ্যসূচীর উপর সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত তালিকা  পৃথকভাবে সংযুক্ত।

 

সভায় উপস্থিত ব্যক্তিবর্গের নামের তালিকা সংযুক্ত পাতায়:

 

আলোচ্যসূচী:-

১। জুলাই/২০২০ইং মাসের ইউপি সমন্বয় ও উন্নয়ন সভা প্রসঙ্গে

২। বিবিধ।

 

সভার প্রারম্ভে সভাপতি মহোদয় সকল উপস্থিত সদস্য ও সরকারী বিভাগ কর্মকর্তাদেরকে স্বাগত জানিয়ে সভার আলোচনা আরম্ভ করেন। তিনি বিগত মাসের আলোচনা ও সিদ্ধামত্ম সমূহ ইউপি সচিবকে পেশ করার অনুরোধ করেন। ইউপি সচিব সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সিদ্ধামত্ম সমূহ পেশ করে সভাতে জানান। সর্বসম্মতিক্রমে কোন আপত্তি ছাড়া অনুমোদনদেওয়া হয়। ৭নং সিদ্ধামত্ম:মোবাইল স্বাস্থ্য সেবাকেন্দ্র সম্প্রসারণ কাজ শীঘ্রই শুরম্ন হইবে। এলজিএসপি-২ এর ১ম পিবিজি বরাদ্ধ ১,৯৭,৫৪৬/-টাকা ও দক্ষতা বৃদ্ধি প্রকল্পর নারী সেলাই মেশিন প্রশিক্ষণ ৩০,০০০/-টাকা গ্রহণ করা হইয়াছে। আগষ্ট/২০২০ইং মাসে কার্য সম্পন্ন করা যাবে বলে সভাপতি মহোদয় সভায় জানান আর প্রশিক্ষণ প্রদান ডিসেম্বর/২০২০ইং মধ্যে সম্পন্ন করবেন বলে জানান।

১। সভাপতি মহোদয় একটি বাড়ি একটি খামার মাঠ সংগঠক বাবু মংসানু মারমাকে পেশ করতে অনুরোধ করেন। তিনি জুন/২০২০ইং মাসের মাসিক রিপোর্ট পেশ করেন।

(ক) সদস্য মোট: ৪২০জন, (খ) ঋণ বিতরণ: ২,১০,০০০/-টাকা, (গ) সঞ্চয় আদায়: ৪৩,০০০/-টাকা, (ঘ) ঋণ আদায়: ৮৩,৩০০/-টাকা, (ঙ) ঋণ খেলাপী: ৯৮,৪০০/-টাকা, (চ) সর্বমোট: ৪,৩৪,৮০০/-টাকা এবং কর্মসূচী চলমান আছে বলে সভায় জানান।

২। জনাব শ্যামল চাকমা স্বাস্থ্য পরিদর্শক, সিন্দুকছড়ি, মহালছড়ি, জানান যে, (ক) ইপি আই কেন্দ্র ২৪টি, (খ) শিশুর জন্ম ১৭জন, পুরম্নষ:১০ জন এবং মহিলা:০৭ জন।

৩। ওয়ার্ড পর্যায়ে গর্ভবতী মহিলা তালিকা হালনাগাদ চলমান।

৪। বাঁশ পাড়া সিমিতে ডেলিভারির জন্য প্রস্ত্ততি প্রশিক্ষীত CSBA কর্মরত আছে। প্রসুতি সময় খরচের জন্য জনপ্রতিনিধিদের সহযোগীতা একামত্ম কাম্য বলে জানান। জনাবা, রম্ননু ত্রিপুরা CHCT বাঁশ পাড়া CC জানান যে,রোগী মোট: ৩৮৫জন, পুরম্নষ: ২৬৬জন ও নারী: ১২০জন। I.M.E.T. পুরম্নষ :১০জন, মহিলা:০৮জন। A.N.C. : ০৭জন P.N.C.:০১জন, রেফার:০১জন (কোন রোগী)। RDT-০৭জন।

জনাব, ডা: M.A.R. Ripon জানান যে,মোট ১৫ মাসের সেবা পুরম্নষ: ১৬০জন, মহিল: ১২৭জন, শি(পুরম্নষ-মহিলা):২৯জন NB-1: পর্যাপ্ত খাওয়ার স্যালাইন (ORS) পানি বিশুদ্ধ করণ বড়ি এবং ঔষধ রহিয়াছে।

NB-2: নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালেরিয়ার ঔষধ পর্যাপ্ত আছে বলে জানান।

৫। হামারী মোবাইল মেডিকেল টিম:জানান যেমে/১৫ মাসে (ক) ডাইরিয়া ও চর্মরোগবেশি (খ)মোটরোগি -৬৫৬ জন ।

(গ) প্রতি রবিবার খোলা থাকে M.C (ঘ)স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় ।(ঙ)ফ্রি চিকিৎসা ও পরীক্ষা  এবং ঔষধ প্রদান প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে ।

- গর্ভবতীদেরকে চেকআপ  -ফলোআপ  করা হয়।

৬। এনজিও হাইসাওয়া -ফোওয়ারা ৩জন এস.ও । সুইমাপ্রু মারমা জুন/২০২০ মাসের বিবরণ জানান ।

স্বাস্থ্য সচেনতাসেশনে ২৪ জন পুরুষ ও ১৪২ জন মহিলা মোট ১৯৪ জন  অংশগ্রহন করেন ।

গভীর নলকুপ স্থাপন ৮টি-২টি স্থাপন চলবে ।ক্রম ডিজিট গুইমারা ইউনিয়নের  -৩টি

১। দার্জিলিং টিলা

                                                                                                ২। জমাদর পাড়া

                                                                                                ৩। মুসলিম পাড়া

প্রাথমিক বিদ্যালয়ে হাইজিংসেশন -৯টি,অংশগ্রহন বালক সংখ্যা -১৯৮ জন,বালিকা সংখ্যা-১৮৮ জন।ঋতু কালিনসেশন -৯টি।অংশগ্রহন বালিকা সংখ্যা-৫৫ জন।নতুন ল্যাট্রিন স্থাপনমোট -১০টি।মেটোপেন বিক্রয় ২৫টি।অবস্থিত আছে ৪৫টি।নলকুপ পানিগোলা ৪,ও ৭ নংওয়ার্ড ২টি নলকুপ  কন্ট্রিভিউশনন টাকা জমা হয় নাই। ২১০০ (একুশ হাজার )টাকা বার বার চাওয়া সত্বেও জমা হচ্ছে না এবং চেয়ারম্যান মহোদয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করেন ।

৭। কৃষি  সম্প্রসারন বিভাগ-সিন্দুকছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি ,জনাব মিল্টন বড়ুয়া জুন/২০ মাসের জানান,

-কৃষকের মাঠ পরিদর্শন ও আলোচনা

-আউশের জমিতৈরি ও বীজতোলার পরিচর্যা আলোচনা  ।

- সারেরদোকান পরিদর্শন

-কম্পোষ্ট তৈরি ও ব্যবহার উৎপাদিত করা।

-আগাছা ব্যবস্থা ও সর্তকতা করন

-ফল বাগান পরিদর্শন ।

বাজারে পঁচা মাছ বিক্রয় ও ঘাস মারা ঔষধ খোলা বিক্রয় এর রোগ ব্যাধি হচ্ছে । বাজার কমিটি তাহা রোধ করা হবে বলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান।

৮। জনাব ম্যাকানজি দেওয়ান প্রকল্প সংগঠক সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, মহালছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা তিনি জানান যে, পাড়া কেন্দ্র পাড়াকর্মী দ্বারা পাড়াবাসীদের শিশু পাঠশালায় পাঠ দান অক্ষরজ্ঞান ও পড়তে শেখা তাছাড়া হাইজিং স্যানিটেশন, বিশুদ্ধ পানি ব্যবহার, পাড়া উঠান বৈঠক দ্বারা পাড়াতে পরিবার প্রধান গৃহীনি ও শিক্ষাকে নিয়া সভা করে থাকি। কার্যক্রম ৯৪%  অগ্রগতি হচ্ছে। তাহা নিজ নিজ পাড়াতে কর্মসূচীসহ গন্যমান্য, ওয়ার্ড মেম্বার এবং কারবারী নারী প্রতিনিধিকে দেখভাল করবেন পাড়াকেন্দ্রের কর্মীরা সঠিকভাবে করতে পারছেন কি না। পাড়াবাসীরা সঠিক ভাবে উঠান বৈঠকে যোগদান ও সূচী কার্যকর করতে পারছেন কি না দেখাশুনা ও যোগদান প্রয়োজন বলে আপনাদের ওয়ার্ড মেম্বার ও কারবারীগণকে বিশেষ অনুরোধ করেন। পরিস্কার হাইজিং স্যানিটেশন, পানি সরবরাহ ও শিশু ভাল স্বাস্থ্য ও শিক্ষা উঠান বৈঠক উন্নয়ন সিদ্ধামত্ম গ্রহণ ছাড়া যে কোন সমাজ উন্নয়ন হবে না বলে তিনি সকলকে জানান। তাঁর আলোচনা সমূহ ফলপ্রসু ভাবে সমাজ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি পাড়াকর্মীদের কার্য বিবরণও পেশ করেন এবং ১ প্রস্থ প্রতিবেদন জমা করেন।

নিরাপদ লেট্রিন সচল:

১,২,৩ = ১নং আসন : ২৬৪ পরিবার নিরাপদ পানি পান

৪,৫,৬= ২নং আসন:   ২০৮ পরিবার নিরাপদ পানি পান

৭,৮,৯= ৩নং আসন:   ৩০৮ পরিবার নিরাপদ পানি পান

১,২ ও ৩নং আসনে:    ৭০৮ পরিবার নিরাপদ পানি পান করে।

 

০৯। তৃণমুল উন্নয়ন সংস্থা জনাব, প্রদীপ কুমার চাকমা, LGSP, CHTWCA, খাগড়াছড়ি, ০১-০৫-২০২০ইং তারিখ রোজ সোমবার আকবাড়ি মৌজাধীন কমিটি মাসিক সভা করা হয়েছে। পুরম্নষ: ১০ জন, মহিলা: ৬জন, মোট: ১৬জন।

১২-০৫-২০২০ইং রোজ মঙ্গলবার আকবাড়ি মৌজাবন ইউএনডিপি প্রতিনিধি কঠিকা খীসাসহ ইউডিসিসি কমিটি মনিটরিং ভিজিট করা হয়েছে। পুরম্নষ: ১৪জন, মহিলা: ১২জন,মোট: ২৬জন। ১৩-০৫-২০২০ইং আকবাড়ি পাড়া সচেতনতা মূলক ১২ বিষয়ে আলোচনা করা হয়েছে। যেমন- স্বাস্থ্য স্যানিটেশন ইউসিএফ পরিচালনা বিষয়ে আলোচনা করা হয়েছে।

০২-০৬-২০২০ইং তারিখ আকবাড়ি পাড়াদে সচেতনা বিষয়ে আলোচনা হয়েছে পরিবেশ ভারসাম্য বিষয়ক ম:৬জন, পু:৮=১৪জন। আগামী ১০-০৬-২০২০ইং তারিখে আকবাড়ি পাড়া মৌজা বনের এলাকা বিশ্ব পরিবেশ দিবস  পালন করতে দিন তারিখ ঠিক করা হয়েছে। ঐ দিন তৃণমূল সংস্থা কর্তৃক মাতৃ গাছ চারা রোপন করা হবে বলে জানান।

১০। ব্র্যাক স্বাস্থ্য সেবাকেন্দ্র কর্মসূচী:

TB-৩১ পজিটিব-১. রক্ত পরীক্ষা:১৩৮ পজিটিব-০।

RDT 6 positive-05, গর্ভবতী-৫৫ জন।

 

সভাপতি মহোদয় জেলা পরিষদ মাধ্যমে তৃণমূল সংস্থা মাসিক উন্নয়ন সমন্বয় সভা ২ মাস অমত্মর প্রমিাসে ১০ তারিখে অনুষ্টিত হইবে বলে জানান। উক্ত সভাতে সকলে জনসেবার কার্যক্রম জানানোর জন্য অনুরোধ করা হয়।

 

সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

 

 

চেয়ারম্যান

সভাপতি

৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

স্মারক নং-ইউপি/সিন্দুক/গুইমারা-       /২০২০ইং                  (         ) তারিখ:

অনুলিপি: সদয় জ্ঞাতার্থে প্রেরণ।

১। মাননীয়, চেয়ারম্যান মহোদয়, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি।

২। মাননীয়, জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

৩। উপ পরিচালক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

৪। চেয়ারম্যান মহোদয়, গুইমারা, খাগড়াছড়ি।

৫। উপজেলা নির্বাহী অফিসার, গুইমারা, খাগড়াছড়ি।

৬। উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগ, গুইমারা।

৭। ম্যাডিকেল অফিসার, গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

৮। ম্যাডিকেল অফিসার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, গুইমারা।

৯। প্রাণী সম্পদ কর্মকর্তা, গুইমারা।

১০। উপজেলা আরডিবি কর্মকর্তা, গুইমারা।

১১। এস,ও. সিন্দুকছড়ি ইউনিয়ন।

১২। I-W.V সিন্দুকছড়ি ইউনিয়ন।

১৩। সংস্থা প্রধান, ব্র্যাক স্বাস্থ্য ও শিক্ষা সংস্থা।

১৪। ডিএফ, তৃণমূল সংস্থা, পার্বত্য জেলা পরিষদ।

১৫। প্রধান শিক্ষক, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়।

১৬। প্রধান শিক্ষক, সিন্দুকছড়ি মূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৭। নোটিশ বোর্ড।

১৮। অফিস কপি।

 

 

চেয়ারম্যান

সভাপতি

৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

 

 

 

আগষ্ট/২০২০ইং মাসের মাসিক  সভার কার্যবিবরণী

 

সভা নং:- ০৮/২০২০ইং।

সকাল:-  ১১.০০ টা।

তারিখ:-  ০৫/০৯/২০২০ইং।

দিন   :-  বৃহস্পতিবার।

সভাপতি:- বাবু, রেদাক মারমা

                চেয়ারম্যান

সভার স্থান:-  ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ সভা।

গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

 

অদ্য ০৫/০৯/২০২০ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকার সময় অত্র ইউপি কার্যালয়ে মাননীয় চেয়ারম্যান বাবু, রেদাক  মারমার সভাপতিত্বে নিমেণাক্ত আলোচ্যসূচীর উপর সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত হয়।

 

সভায় উপস্থিত সদস্য/সদস্যাদের নাম ও স্বাক্ষর : সংযুক্ত পাতায়।

 

আলোচ্যসূচী:-

১। বিগত মাসের সিদ্ধামত্ম সমূহ পেশ ও পর্যালোচনা, অনুমোদন প্রসঙ্গে।

২। আগষ্ট/২০১৭ইং মাসের ইউনিয়নের সরকারী বিভিন্ন দপ্তরের কার্যক্রম লিখিত ভাবে পেশ ও আলোচনা এবং জমা করণ সিদ্ধামত্ম।

৩। এম ডি জি কার্যক্রম মনিটরিং কমিটি গঠন (নীতিমালা মোতাবেক)।

৪। সিইপি কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প ফেইস-২-২০১৯-২০২০ইং সালে প্রশিক্ষণ প্রদান প্রসঙ্গে।

৫। বিবিধ।

 

১। সভাপতি মহোদয় সকলকে স্বাগত জানিয়ে সভা আরম্ভ করেন। তিনি বিগত সভার সিদ্ধামত্ম সমূহ পেশ করতে ইউপি সচিবকে সম্মতি প্রদান করেন। সম্মতিক্রমে ইউপি সচিব বিগত সভার সিদ্ধামত্ম সমূহ পেশ করে জানান। সভাপতি মহোদয় উপস্থিত সকলের সাথে পর্যালোচনা ক্রমে সিদ্ধামত্ম সমূহ অনুমোদন সর্বসম্মতি ক্রমে গ্রহণ করেন।

২। সভাপতি মহোদয় উপস্থিত সরকারী বিভিন্ন দপ্তরের ইউনিয়নে কর্মরত কর্মকর্তাদের পর্যায়ক্রমে আলোচনা ও সিদ্ধামত্ম জানানোর জন্য সভায় আহবান করেন।

 

ক. পরিবার পরিকল্পনা:- জনাব, বিনন্দ ত্রিপুরা, এফপিআই, চলতি সেপ্টেম্বর/২০২০ইং মাসের ২৬-৩১তারিখ পর্যন্ত পরিবার পরিকল্পনা বিভাগ এর উদ্যোগে গৃহীত কর্মসূচী এ স্বাস্থ্য কেন্দ্রে উৎযাপন করা হচ্ছে। সেবা খাতে বিবরণ নিমেণ বর্ণিত হল।

যথা:                  ১. আইইউডি সেবা গ্রহণকারী   ৩ জন,

২. ইনজেকশন গ্রহণকারী        ২৬জন,

৩. খাবার বড়ি                    ১১ জন,

৪. গর্ভবতী সেবা গ্রহণকারী      ২১ জন,

৫. গর্ভত্তোর                       ৪ জন,

৬. কনডম গ্রহণকারী             ৫ জন,

মোট:                               ৭০ জন।

 

মাঠ পর্যায়ে সেবা কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।

 

খ. প্রাণী সম্পদ চিকিৎসক: জনাব, প্রকৌমল চাকমা, প্রাণী সম্পদ চিকিৎসা প্রশিক্ষণ মাধ্যমে টিকা, ইনজেকশন সেবা, গবাদি পশু ও হাঁস মোরগকে দেওয়া চলছে। যাহা নিমণরম্নপ: ১. আরডিবি মাত্রা ১২০০, ২. বিসিআরডিবি মাত্রা ১০০০, ৩. তড়কা মাত্রা ৩০, ৪. গলাফুলা ১০০, ৫. বাদলা মাত্রা ১০০, ৬. পিপিআর মাত্রা ১০০। তাছাড়া গরম্ন চিকিৎসা ৩টি, ছাগল ৪টি, হাঁস মোরগ ২৫টি ও অন্যান্য ৫টি বলে অক্টোবর/২০১৩ইং মাসের কার্যক্রম জানান।

 

গ. কৃষি বিভাগ:- জনাব, মিন্টু বড়ুয়া ও এসাপ্রম্ন মারমা, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উভয়ের মধ্যে মিন্টু বড়ুয়া জানান যে, ইউনিয়ন সরকারী কার্যক্রম মতে অক্টোবর হতে ডিসেম্বর/২০১৩ইং মধ্যে ইঁদুর নিধনে কর্মসূচী গৃহীত প্রকল্পকে জনগণের আলোচনা করে মাঠ পর্যায়ে জানানো হচ্ছে। ইঁদুর যেন ফসল ক্ষতি করতে না পারে কর্মসূচীকে বাসত্মবায়নের জন্য সকল কৃষক সজাগ ও নিশ্চিত পদক্ষেপ নিতে সকল মেম্বারকেও নজর রাখার জন্য সভায় বিশেষ ভাবে অনুরোধ করা হয়।

 

আগামী ০৭-১০/০৯/২০১৭ইং তারিখের মধ্যে প্রতি জন কৃষক নিজ জমি হতে ৫০০-৭০০গ্রাম জুরা মাটি সংগ্রহণ করে আমাদের মাধ্যমে জমা প্রদান করে উপজেলা টেকনিশিয়ান মাধ্যমে মাটি পরীক্ষার জন্য শীঘ্রই প্রদান করতে সভায় আলোচনা করে জানান। সভাপতি মহোদয় মাটি পরীক্ষা প্রতি এলাকার চাষীগণ অংশগ্রহণের জন্য ব্যবস্থা নিতে সকল মেম্বারকে সহযোগীতা প্রদানে সভায় পরামর্শ প্রদান করেন।

 

ঘ. জনাব, অজিত মারমা, কৃষি কর্মকর্তা, পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি অর্থায়নে অত্র ইউনিয়নে দায়িত্বরত আছেন। তিনি যৌথ ভাবে বাসত্মবায়িত কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প ফেইস-টু-২০১৬-২০১৭ইং সালের বাসত্মবায়নের লক্ষ্য ইউনিয়নে কৃষক মাঠ স্কুল প্রশিক্ষণ কেন্দ্র মাধ্যমে ১৫টি পাড়া তালিকা ভূক্তি করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ি পার্বত্য জেলা কর্তৃক এই প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান।

তালিকা গ্রম্নপ যথা: ২০১৭ইং সালে ১. চেয়ারম্যান পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি), ২. চৌধূরী পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি), ৩. মহাজন পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি), ৪. সিঙ্গ পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি),  ৫. বাঁশ পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি)।

 

২০১৮ইং সালে ১. সুকামত্ম মহাজন পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি), ২, নতুন পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি), ৩. নতুন মুড়া পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি), ৪. মুড়া পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি), ৫. মুসলিম পাড়া উন্নয়ন কমিটি(পিডিসি)।

প্রাথমিক শিক্ষা:- জনাব, ক্ষেত্রিসেন ত্রিপুরা, শিক্ষক, সিন্দুকছড়ি মূখ প্রাথমিক বিদ্যালয় তিনি সহকারী শিক্ষা কর্মকর্তা মহালছড়ি পক্ষ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন। ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় সমূহ পড়ালেখা সঠিক চলমান রয়েছে বলে জানান। সহকারী শিক্ষা কর্মকর্তা কোন বিদ্যালয় কতজন শিক্ষক উপস্থিত অনুপস্থিত হচ্ছে ক্লাশ সঠিক ভাবে চালানো হচ্ছে কিনা প্রায় সময় জিঙ্গাসা করে থাকেন এবং পিএসসি পরীক্ষা সকল বিদ্যালয় আগামী নভেম্বরে ২০-১০-২০১৭ইং শুরম্ন হবে বলে সভায় জানিয়ে দিয়েছেন।

 

মাধ্যমিক শিক্ষক:- জনাব, জগদীশ ত্রিপুরা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় তিনি জানান যে, চলতি সনে এসএসসি টেস্ট পরীক্ষা ৫২জন অংশগ্রহণ কারী । জেএসসিতে ১৩৪জন পরীক্ষার্থী। তবে ৩জন বিভিন্ন কারণে ঝড়ে পরেছে বলে জানান। সভাপতি মহোদয় ঝড়ে পরা ছাত্রছাত্রী রোধ করার জন্য শিক্ষ ও অভিভাবক উভয়েই প্রচেষ্ঠা থাকতে হবে বলে আলোচনা করে জানান। বাসত্মবায়নে ওয়ার্ড মেম্বার ও অভিভাবক, পরামর্শক শিক্ষ।

 

৩। এম ডি জি কার্যক্রম মনিটরিং কমিটি গঠন (নীতিমালা মোতাবেক): জনাবা, পারমিতা খীসা, উপজেলা ফ্যাসিলিটেটর , (ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদ যৌথ উদ্যোগে) প্রকল্প বাসত্মবায়নে তিনি জানান যে, ইউনিয়নে এমডিজি প্রকল্পের জন্য ওরিয়েন্টশন ওয়ার্কশপ করা লক্ষ্য নীতিমালা মোতাবেক ইউনিয়ন কমিটি গঠন করা প্রয়োজন। তাহা বিসত্মারিত ভাবে আলোচনা করা হয়। আলোচনায় নিমেণ কমিটি গঠন করা হইল।

  1. কমিটি সভানেত্রী-               জনাবা, মিনু মারমা,             সদস্যা- ৪,৫,৬নং ওয়ার্ড,       ৫নং সিন্দুকছড়ি ইউপি
  2. কমিটি সদস্য সচিব-            জনাব, সাথোয়াইঅং মারমা,   ইউডিএফ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ,        সিন্দুকছড়ি ইউনিয়ন।
  3. ঐ  সদস্য-                        জনাবা, জহরলতা ত্রিপুরা-      সদস্যা, ১,২,৩নং ওয়ার্ড,        ৫নং সিন্দুকছড়ি ইউনিয়ন।
  4. ঐ -                               জনাব, মিন্টু বড়ুয়া-              এসএএও, (সরকারী কর্মচারী/কর্মকর্তা ৪জন)        ঐ
  5. ঐ - জনাব, প্রকৌমল চাকমা-             প্রাণী সম্পদদ,                                ঐ,                                             ঐ
  6. ঐ - জনাব, বিনন্দ ত্রিপুরা-                 পপপ,                             ঐ,                                             ঐ
  7. ঐ - জনাব, আলোময় চাকমা-             সমাজ সেবা পরিদর্শক,          ঐ,                                             ঐ
  8. ঐ - জনাব, ক্ষেত্রিসেন ত্রিপুরা-            প্রধান শিক্ষক,        সিন্দুকছড়ি মূখ প্রাথমিক বিদ্যালয়,                   ঐ
  9. ঐ - জনাব, খনে মোহন ত্রিপুরা-           পিডিসি প্রতিনিধি,   মনাজয় কাবর্বারী পাড়া,                                 ঐ
  10. ঐ - জনাব, অংচিংমং মারমা,                        পিডিসি প্রতিনিধি,   বাঁশ পাড়া,                                                ঐ
  11. ঐ - জনাবা, কুমিত্ম রানী ত্রিপুরা-          পিএনডিজি প্রতিনিধি, সুকামত্ম মহাজন পাড়া,                               ঐ
  12. ঐ - জনাবা, ক্রইঞাংরী মারমা-           পিএনডিজি প্রতিনিধি, ডেবলছড়ি পাড়া,                                      ঐ
  13. ঐ -  জনাবা, মিলন বালা চাকমা-         এনজিও মহিলা কর্মী, ব্র্যাক শিক্ষা কর্মসূচী, পিও,                           ঐ

 

উক্ত ১৩ সদস্য নিয়ে প্রশিক্ষণের মনিটরিং কমিটি গঠন করা হল। প্রকল্প চলাকালে তাহা দেখভাল  করবেন। কমিটিকে সরকারী প্রয়োজনে প্রশিক্ষণ করে নেবেন বলে উপজেলা ফ্যাসিলিটেটর জানান।

 

এডিবিআই  আওতায় জনাব, অংক্যমং মারমা, সাবেক সিএফ, এনজিও, কেএমকেএস জানান যে, চেয়ারম্যান মহোদয় সাথে আলাপক্রমে গৃহীত প্রকল্পের বাসত্মবায়নের প্রকল্প তালিকা ও কমিটি তৈয়ার করা হবে বলে আলোচনা করে জানান।

 

সভায় সভাপতি মহোদয় আলোচনা সমূহ স্ব স্ববিদ্যমান সরকারী বিভাগ কার্যক্রম বাসত্মবায়নের ব্যবস্থা নিতে অনুরোধ করেন। আগামী সমন্বয় সভার তারিখ ৫-১০/১০/২০১৭ইং মধ্যে হলে ভাল হয় বলে দপ্তর প্রধানরা সমর্থন করেন। চেয়ারম্যান মহোদয় সাথে আলোচনা ক্রমে বাসত্মবায়ন করা হবে বলে । সভাপতি মহোদয় সকলের সাথে আলোচনা করেন।

 

বিবিধ:- আলোচনা সভায় সভাপতি মহোদয় সমাজ সেবা ইউনিয়ন কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শক এবং সমবায় মাঠ সহকারী তাহাদেরকে আগামী সভায় উপস্থিত থাকার জন্য পত্র প্রেরণ করতে ইউপি সচিবকে ব্যবস্থা নিতে ও সংশিস্নষ্ট উপজেলা কর্মকর্তাগণ উপস্থিতি ব্যবস্থা প্রদানের জন্য সদয় অনুরোধ জ্ঞাপন করা হয়।

 

সভায় অন্য কোন আলোচনা না থাকায় সকলকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।

 

 

 

 

 

 

(রেদাক মারমা)

চেয়ারম্যান

৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

 

স্মারক নং- ইউপি/সিন্দুক/মহাল/সম:স:............................. (    ৯    )               তারিখ: ০৫-০৯-২০২০ইং

 

অনুলিপি:- সদয় অবগতির জন্য প্রেরণ করা হল:

১। জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

২। উপ পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসক কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

৩। উপজেলা নির্বাহী অফিসার, গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

৪। ইউডিএফ, সিন্দুকছড়ি, গুইমারা, খাগড়াছড়ি। সংশিস্নষ্ট দপ্তরকে অবগতির জন্য প্রেরণ করিবেন।

৫। সমাজ সেবা কর্মকর্তা, গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

৬। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গুইমারা।

৭। কৃষি কর্মকর্তা, গুইমারা।

৮। অফিস কপি।

৯। নোটিশ বোর্ড।

 

 

সেপ্টেম্বর/২০২০ইং মাসিক সভার কার্যবিবরণী

সকাল:-  ১১.০০ টা।

তারিখ:-  ০২/১০/২০২০ইং।

দিন   :-  রবিবার।

সভাপতি:- বাবু, রেদাক মারমা

               চেয়ারম্যান

সভার স্থান:-  ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ সভা কÿ।

                গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

 

অদ্য ০২-১০-২০২০ইং রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকার সময় অত্র ইউপি কার্যালয়ে মাননীয় চেয়ারম্যান  বাবু রেদাক মারমার সভাপতিত্বে নিমেণাক্ত আলোচ্যসূচীর উপর সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র পরিষদেও সকল সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত হয়। যাহা নিমণরম্নপ:-

ক্র:নং

নাম

পরিচিতি/পদবী

স্বাক্ষরিত

মমত্মব্য

বাবু রেদাক মারমা

চেয়ারম্যান, ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

স্বাক্ষরিত

 

বাবু, খনজয় ত্রিপুরা

ইউপি সদস্য, ০১নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

বাবু, মতেন্দ্র লাল ত্রিপুরা

ইউপি সদস্য, ০২নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

বাবু, কল্প রঞ্জন ত্রিপুরা

ইউপি সদস্য, ০৩নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

বাবু, কংঞোরাং মারমা

ইউপি সদস্য, ০৪নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

বাবু, রাসং মারমা

ইউপি সদস্য, ০৫নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

বাবু, অংজপ্রু মারমা

ইউপি সদস্য, ০৬নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

বাবু, কেএশমং মারমা

ইউপি সদস্য, ০৭নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

বাবু, কংড়ি মারমা

ইউপি সদস্য,০৮নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

১০

বাবু, নিল কুমার চাকমা

ইউপি সদস্য, ০৯নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

১১

মিসেস, কুন্তি রানী ত্রিপুরা

ইউপি সদস্যা, ১,২ ও ৩নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

১২

মিসেস, রুইপাই মারমা

ইউপি সদস্যা,৪,৫ ও ৬নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

১৩

মিসেস, সুমিতা চাকমা

ইউপি সদস্যা,৭, ৮ ও ৯নং ওয়ার্ড, ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

১৪

জনাব, আলোময় তালুকদার

সমাজ সেবা অফিস, সিন্দুকছড়ি ইউনিয়ন, খাগড়াছড়ি।

,,

 

১৫

জনাব, রিপ্রম্নচাই মারমা

শিক্ষক, ডেবলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়

,,

 

১৬

জনাবা, হলাউপ্রম্ন চৌধূরী

হেডম্যান, গোয়াইছড়ি মৌজা

,,

 

১৭

জনাবা , উপসনা চাকমা

ব্র্যাক স্বাস্থ্যকমী, সিন্দুকছড়ি ইউনিয়ন

,,

 

১৮

জনাবা, ক্ষেত্রিসেন ত্রিপুরা

প্রধান শিক্ষক, সিন্দুকছড়ি মুখ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

,,

 

১৯

জনাব, কংঞো চৌধূরী

হেডম্যান, ডেবলছড়ি মৌজা

,,

 

২০

জনাব, শ্যামল মিত্র চাকমা

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কর্মকর্তা,

,,

 

২১

জনাব, অংক্যমং মারমা

সাবেক সিএফ, কেএমকেএস

,,

 

২২

জনাব, রেজাউল করিম

সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, সিন্দুকছড়ি ইউনিয়ন শাখা

,,

 

২৩

জনাব, বিদ্যুৎ জ্যোতি চাকমা

ইউপি সচিব, ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ

,,

 

 

আলোচ্যবিষয়:- 

১। ২০১৯-২০২০ইং অর্থ বছরে প্রাপ্ত ০৬(ছয়) জন অতিরিক্ত অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতাভোগী নির্বাচন ও দাখিল প্রসঙ্গে।

    স্মারক নং-৪১.০১.৪৬.৬৫.০০০.১৬.০০১.১৫.০১, তারিখ: ১২-০১-২০১৭ইং

২। বিবিধ।

 

            অদ্যকার সভার প্রারম্ভে মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে আমত্মরিক শুভেচ্ছা জ্ঞাপন করিয়া সভার কাজ আরম্ভ করেন ।

১। অতিরিক্ত অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতাভোগী নির্বাচন: সভাপতি মহোদয় উপস্থিত সবার সাথে আলোচনাক্রমে অত্র ইউনিয়নে অতিরিক্ত ০৬(ছয়)জন অস্বচ্ছল প্রতিবন্ধি ব্যক্তি পাওয়া গেছে মর্মে সবাইকে জানান। আলোচনাক্রমে অগ্রাধিকার ভিত্তিতে ০৬(ছয়)জন অস্বচ্ছল প্রতিবন্ধি ব্যক্তির নাম প্রসত্মাব রাখলে তা সভায় সভাপতির অনুমোদনক্রমে চুড়ামত্ম সিদ্ধামত্ম গৃহীত হয়। উপস্থিত সদস্য/সদস্যাবৃন্দ যার যার ওয়ার্ড হইতে সংশিস্নষ্ট অফিসের নিয়ম অনুসরণ করিয়া যার যার ওয়ার্ড হইতে তালিকা প্রণয়ন করে প্রেরিত ছক মোতাবেক চূড়ামত্মভাবে বাছাই/নির্বাচন করিলে ইহা সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

নিমেণ ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী বাসত্মবায়ন কমিটির তালিকা প্রদত্ত করা হইল:

ক্র:

নং

নাম

পরিচিত/পদবী

কমিটির পদবী

বাবু রেদাক মারমা

চেয়ারম্যান, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সভাপতি

বাবু, খনজয় ত্রিপুরা

সদস্য, ১নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

বাবু, সবেনজয় ত্রিপুরা

সদস্য, ২নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

বাবু, কল্প রঞ্জন ত্রিপুরা

সদস্য, ৩নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

বাবু, কংঞোরাং মারমা

সদস্য, ৪নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

বাবু, রাসং মারমা

সদস্য, ৫নং ওয়ার্ড, ৫নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

বাবু, অংজপ্রু মারমা

সদস্য, ৬নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

বাবু, কেএশমং মারমা

সদস্য, ৭নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

বাবু, কংড়ি মারমা

সদস্য, ৮নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

 

1

সদস্য

 

১০

বাবু, নিল কুমার চাকমা

সদস্য, ৯নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

১১

মিসেস,কুন্তি রানী ত্রিপুরা

সদস্যা, ১,২ ও ৩নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

১২

মিসেস, রুইপাই মারমা

সদস্যা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

১৩

মিসেস, সুমিতা চাকমা

সদস্যা, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড, ৩নং সিন্দুকছড়ি ইউপি

সদস্য

১৪

জনাব, রিপ্রুচাই মারমা

এমপির প্রতিনিধি, সভাপতি, আওয়ামীলীগ, সিন্দুকছড়ি

সদস্য

১৫

জনাবা, হলাউপ্রু চৌধূরী

উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি, হেডম্যান,গোয়াইছড়ি মৌজা

সদস্য

১৬

জনাব, মংসানু মারমা

উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধি, ইউনিয়ন

 

১৭

জনাব, আলোময় তালুকদার

ইউনিয়ন সমাজ সেবা কর্মী, সিন্দুকছড়ি ইউনিয়ন শাখা

সদস্য সচিব

 

উক্ত তালিকা  উপজেলা সমাজ সেবা কর্মকর্তার নিকট প্রেরণ করার জন্য আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয়।

অত:পর অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

 

                                                                                                         

 

 

 

 

স্মারক নং- ইউপি/সিন্দুক/গুইামারা-    /                                      (     )       তারিখ:    -     -২০২০ইং

 

অনুলিপি: সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে।

১। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,

    গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

 

 

অক্টোবর/২০২০ইং মাসিক সভার কার্যবিবরণী

 

সভার তাং- ০৮-১১-২০২০ইং

সভার সময়:- সকাল ১১:০০ ঘটিকা।

সভার কক্ষ:- ইউপি সম্মেলন কক্ষ।

সভাপতি:- জনাব, রেদাক মারমা

চেয়ারম্যান

৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন

গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

 

                              অদ্য ০৮/১১/২০২০ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকার সময় অত্র ইউপি কার্যালয়ে মাননীয় চেয়ারম্যান বাবু, রেদাক মারমাসেভাপতিত্বে নিমেণাক্ত আলোচ্যসূচীর উপর সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ , সরকারী বিভাগের ইউনিয়নে কর্মরত সরকারী কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়।

 

আলোচ্য বিষয়ঃ-

১। পিডিসি-৩নং সিন্দুকছড়ি ইউনিয়নের ইউএনডিপি অর্থায়নে সর্বমোট পিডিসি সংখ্যা ৩১টি পাড়া উন্নয়ন কমিটি জনগোষ্ঠী ক্ষমতায়ন প্রকল্প কার্যক্রম চলমান আছে। অদ্যকার সভায় পিডিসি’র সভাপতিগণ নিজ নিজ কমিটির আয়-ব্যয় পেশ করে জানান।

২। একটি বাড়ি, একটি খামার মাঠ সহকারীর মাধ্যমে জানা যায় যে, ৫নং সিন্দুকছড়ি ইউনিয়নের বিবরণ- ১। সমিতি গঠন ৯টি, ২। সদস্য সংখ্যা-৫৪০জন, ৩। ব্যবস্থাপনা কমিপি-৯জন, ৪। সঞ্চয় জমা-৯,০০,০০০/-টাকা, ৫। ঋণ তহবিল-২৪,৮০,০০০/-টাকা, ৬। উৎসাহ বোনাস-৯,০০,০০০/-টাকা।

৩। ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্র: জনাবা উপসনা চাকমা টিএ (ল্যাব) জানান যে, ম্যালেরিয়া রোগীর সংখ্যা ০৭জন, কাঁচ পরীক্ষা ০৭-ই এপ্রিল ২০১৪ইং। যক্ষ্মা কফ রোগীর সংখ্যা ০১ জন, কফ পরীক্ষা ১ এপ্রিল ২০১৯ইংম্যালেরিয়া রোগীর সংখ্যা ৩৭ জন, আরডিটি পরীক্ষ ৫ এপ্রিল ২০২০ইং।

 

৪। ইউনিয়ন ক্লিনিক সম্পাদক জনাব, ক্ষেত্রিসেন ত্রিপুরা জানান যে, ক্লিনিকে প্রতি বৃহস্পতিবার সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন স্বাস্থ্য সেবা প্রদান

করছে। আবার ইউএনডিপি থেকেও প্রতি রবিবার সেবা প্রদান করছে। তবে পূর্বের তুলনায় বর্তমান রোগীর সংখ্যা কম উপস্থিত দেখা যায় বলে জানান। বর্তমানে ক্লিনিক ভাল ভাবে চলছে।

৫। জনাব মিন্টু বড়ুয়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা জানান যে, তার কৃষি বিভাগ কার্যক্রম চলছে।

৬। জনাব অজিত মারমা সিন্দুকছড়ি কৃষি উন্নয়ন মাঠ কর্মী, জেলা পরিষদ তার কার্যক্রম চলমান অবস্থায় আছে বলে জানান।

৭। জনাব, গৌরিনা চাকমা এফডবিস্নউভি, স্বাস্থ্য কেন্দ্র, সিন্দুকছড়ি তার স্বাস্থ্য কেন্দ্রে সেবা কার্যক্রম চলমান আছে। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা উভয় দিক সেবার কার্যক্রম চলমান আছে বলে জানান।

৮। রাসং মারমা মেম্বার জানান যে, এডিপি প্রকল্প সময় মত সমাপ্ত হয়েছে , তার চূড়ামত্ম বিল পাওয়ার জন্য আবেদন করিলে কিন্তু চূড়ামত্ম বিল এখনও পাওয়া যায় নাই। 

৯। জনাব, অংক্যমং মারমা, সাবেক সিএফ এমডিজি প্রকল্প জেলা পরিষদের প্রকল্পটি কাজ চলমান অবস্থায় আছে বলে জানান। ৮নং ওয়ার্ড এলাকায় ব্রিজের কাজ চলমান আছে বলে ৮নং ওয়ার্ড মেম্বার জানান।

১০। জনাব, কংড়ি মারমা, সদস্য, ৮নং ওয়ার্ড অত্র ইউনিয়নের ৪০দিন কর্মসূচী ২য় পর্যায় ২০১৯-২০২০ইং অর্থ বছরের প্রকল্পটি চলমান আছে বলে জানান।

১১। সভাপতি মহোদয় জানান যে, আগামীতে আয় ও ১টি কাবিটা প্রকল্প বাসত্মবায়ন হবে, বাসত্মবায়নে প্রকল্প সভাপতি জনাব, নীল কুমার চাকমা, ৯নং ওয়ার্ড মেম্বার।

 

সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।

 

 

চেয়ারম্যান

                            

স্মারক নং-ইউপি/সিন্দুক/মহাল-    /২০২০                          ( ৫  )                                 তারিখ:

অনুলিপি:- সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হইল।

১। জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

২। উপজেলা নির্বাহী অফিসার, গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

৩। ইউএফ, ইউএনডিপি, উপজেলা সমন্বয়ক, গুইমারা, খাগড়াছড়ি।

৪। নোটিশ বোর্ড।

৫। অফিস কপি।

 

চেয়ারম্যান